ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

আবারো বাড়ছে তিস্তার পানি

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুলাই ২০১৯, ২০:২৩  
আপডেট :
 ১৫ জুলাই ২০১৯, ২০:৫২

আবারো বাড়ছে তিস্তার পানি

লালমনিরহাট জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে থেকে তিস্তা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী বজলে করিম জানান, লালমনিরহাটে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। শনিবার বিকেল থেকে পানি কমতে থাকে। সোমবার সকালে পানি ১০ সেন্টিমিটার কমে যায়। কিন্তু দুপুর থেকে আবারও বৃদ্ধি পেতে থাকে। সন্ধ্যা ৬টা থেকে পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে।

পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ৫ উপজেলার ১৭টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের মানুষ।

তিস্তা ব্যরাজ দোয়ানী পানি উন্নয়ন বোর্ড’র নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, ভারত গজল ডোবা ব্যারাজের অধিকাংশ গেট খুলে দেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সোমবার দুপুর থেকে আবারো পানি বৃদ্ধি পেতে থাকে। আরও কি পরিমাণ পানি আসবে তা ধারনা যাচ্ছে না। পানির গতি নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারেজের অধিকাংশ গেটই খুলে দেয়া হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, আমি বন্যা এলাকা সরেজমিন ঘুরে দেখছি। যেখানে যেভাবে প্রয়োজন সেভাবেই সহযোগিতা দেয়া হচ্ছে। বন্যা পরিস্থিতি মোকাবেলা সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত