ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

চাঁদা না দেয়ায় মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা

চাঁদা না দেয়ায় মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জ সদর ফাঁড়ির টিএসআই জাকির হোসেনের বিরুদ্ধে চাঁদা না পেয়ে এক মোটরসাইকেল চালককে গালিগালাজসহ মিথ্যা মামলা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা গেছে, রবিবার দুপুরে শহরের বারঘরিয়া গোল চত্ত্বরে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ মাহ্বুব-ই-সুবহানী গাউসুল আজম (নিউটন) নামে এক মোটরসাইকেল চালককে আটক করে ৫’শ টাকা চাঁদা দাবি করে। এসময় ওই চালক ট্রাফিক পুলিশ টিএসআই জাকির হোসেনকে জানান, তার কাছে সমস্ত কাগজপত্র রয়েছে এবং তিনি চাঁদা দেবেন না।

এতে টিএসআই জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল চালক নিউটনকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং তার কাছ থেকে ট্যাক্স টোকেন কেড়ে নিয়ে মামলা দেন। তিনি ওই চালককে আরো বলেন, ‘ফাঁড়িতে আয় তোর কাগজপত্র নিয়ে যাবি’।

এ ঘটনার পর থেকে ওই চালক আতঙ্কের মধ্যে রয়েছেন এবং সোমবার সকালে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

এব্যাপারে টিএসআই জাকিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, আমি কারও সাথে খারাপ ব্যবহার করি না। আর এটা মিথ্যা ভিত্তিহীন। আমার কাজ কাগজপত্র না থাকলে মামলা দেয়া, গালিগালাজ করা না।

এদিকে ট্রাফিক ইন্সপেক্টর জাহিদুল হাসান জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং খোঁজ নিয়ে এর সত্যতা পাওয়ায় টিএসআই জাকির হোসেনকে সাবধান করা হয়েছে।

আর পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত