ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

‘ছেলেধরা’ গুজবে বিভ্রান্ত হবেন না : খাদ্যমন্ত্রী

  নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২২ জুলাই ২০১৯, ১৫:৫১

‘ছেলেধরা’ গুজবে বিভ্রান্ত হবেন না : খাদ্যমন্ত্রী

ছেলেধরা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, ছেলেধরা গুজবে কান দেবেন না। কাউকে সন্দেহ হলে তাকে আইনের হাতে তুলে দিন।

দুপুরে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চত্বরে মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, গুজব ছড়িয়ে যারা ফায়দা লুটতে চায় তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। অনুগ্রহ করে আইন নিজের হাত তুলে নেবেন না। কাউকে সন্দেহ হলে তাকে পুলিশের হাতে তুলে দিন।

তিনি বলেন, দেশে শান্তি বজায় থাকুক। একটি মহল তা চায় না। আর সে কারণেই প্রতিনিয়ত বিভিন্ন ধরণের ষড়ষন্ত্র করছে। কিন্তু কোনো লাভ হবে না। কারণ শেখ হাসিনার সরকারের প্রতি মানুষের আস্থা আছে। আস্থা আছে বলেও আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে তারা।

এর আগে সকালে খাদ্যমন্ত্রী পোরশা উপজেলা চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতি কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া তিনি দরিদ্র ও অসহায় মানুষদের আর্থিক সহায়তা দেন।

একই অনুষ্ঠানে তিনি পোরশা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার ছাড়াও ৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত