ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বন্যায় ক্ষতি অনেক, ত্রাণ অপ্রতুল: জিএম কাদের

বন্যায় ক্ষতি অনেক, ত্রাণ অপ্রতুল: জিএম কাদের

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বন্যার্ত এলাকাগুলো ঘুরে ঘুরে দেখছি। বন্যায় ক্ষতি অনেক হয়েছে তবে এখনো প্রয়োজনের তুলনায় ত্রাণ অপ্রতুল রয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারকে আগাম প্রস্তুতি নিতে হবে।

শনিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর হাইস্কুল মাঠে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কালে এসব কথা বলেন।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেন, মশা দেখলেই মানুষ আতংকিত হয়ে উঠছে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার আগে আমাদের সবাইকে এক হয়ে এ পরিস্থিতি’র মোকাবেলা করা উচিত।

বিএনপি ডেঙ্গু পরিস্থিতিকে জরুরি অবস্থা জারির দাবি প্রসঙ্গে জিএম কাদের বলেন, জরুরি অবস্থা জারির মত পরিস্থিতি এখনো তৈরি হয়নি। সরকার এ পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকল প্রকার ব্যবস্থা নিয়েছে। আমরা সরকারকে সহযোগিতা করছি।

এসময় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান ও গোকুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বক্তব্য রাখেন।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত