ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

গরুর হাটে ‘ডোনাল্ড ট্রাম্প’!

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০১৯, ১২:০০  
আপডেট :
 ১০ আগস্ট ২০১৯, ১৫:৩১

গরুর হাটে ‘ডোনাল্ড ট্রাম্প’!

আগামী সোমবার পবিত্র ঈদুল আজহা। তাই ধর্মপ্রাণ মানুষেরা কোরবানির পশু কেনার জন্য বিভিন্ন হাটে ঘুরছেন। অবশ্য ইতোমধ্যে অনেকেই কোরবানির পশু কেনার কাজটি সেরে ফেলেছেন।

এদিকে কোরবানির হাটে পাওয়া যাচ্ছে নানা জাতের পশু। বিক্রেতারা বেশি দামের আশায় এসব পশুকে বাহারি নামে ডাকছেন, যাতে ক্রেতারা আকৃষ্ট হন।

জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প নামে একটি গরুকে মোহাম্মদপুরের বসিলা হাটে আনা হচ্ছে। ইতোমধ্যে মোবাইল ফোনে তোলা ডোনাল্ড ট্রাম্পের ছবিটিও হাটে সারা ফেলেছে।

গরুটির চাহনি আর গায়ের রঙের কারণেই নাকি তার নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। কোরবানির হাটের জন্য প্রস্তুত করা এই গরুটির দাম হাঁকা হচ্ছে ১৪ লাখ টাকা।

এছাড়া পাবনা থেকে রাজধানী বসিলা হাটে এসেছে টাইগার। তাকে এক নজর দেখতে বৃষ্টি উপেক্ষা করেই ভিড় করছেন উৎসুক জনতা। সেলফি তুলতে ভোলেননি অনেকে।

২৫ লাখ টাকা দাম হাঁকানো টাইগারটি বড় করতে সময় লেগেছে পাঁচ বছর। তবে আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ গরুর কর্তা।

হেলে দুলে নিজের ভঙ্গিতে হাঁটাচলা পছন্দ ডনের। কোরবানির হাটে খুব শিগগিরই দেখা মিলবে তার। তার দেখাশোনায় কোনো কমতি রাখছেন না পরিচর্যাকারীরা।

কৃষি গবেষক নজরুল ইসলাম বলেন, গরু কেনার আগে প্রথমে দেখতে হবে গরু দেশি কিনা। দ্বিতীয়ত দেখতে হবে তার অঙ্গ-পতঙ্গ ঠিক আছে কিনা।

সরকারি তথ্য মতে, এ বছর কোরবানির চাহিদা আছে প্রায় ১ কোটি গরুর। দেশে গরু মজুত আছে ১ কোটি ১৫ লাখ।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত