ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

আজ মাকালকান্দি গণহত্যা দিবস

  হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৮ আগস্ট ২০১৯, ০১:৫৮

আজ মাকালকান্দি গণহত্যা দিবস

১৯৭১ সালের ১৮ আগস্ট মহান মুক্তিযুদ্ধ চলাকালে দখলদার পাকিস্তান সেনাবাহিনী হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাওরাঞ্চল কাগাপাশা ইউনিয়নের মাকালকান্দি গ্রামের ৪৪ জন নারীসহ ৭৮ জন হিন্দু ধর্মাবলম্বীকে নির্বিচারে গুলিবর্ষণ ও বেয়নট দিয়ে খুচিয়ে হত্যা করে।

এতেই ক্ষ্যান্ত হয়নি ঘাতকরা। বর্বরোচিত হত্যাকাণ্ডের পর তারা নারীদের সম্ভ্রমহানী ঘটায়। পরে গ্রামবাসীর মালামাল লুট করে এবং বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।

সেই ভয়াল দিনের স্মৃৃতি বুকে নিয়ে আজও নীরবে চোখের অশ্রু ফেলেন স্বজনরা।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান জানান, ১৯৭১ সালের ১৮ আগস্ট সকালে মাকালকান্দি গ্রামের চন্ডি মন্দিরে মনসা ও চন্ডিপুজার প্রস্ততি নিচ্ছিলেন পূজারীরা। এ সময় স্থানীয় রাজাকারদের সহযোগিতায় ৪০ থেকে ৫০টি নৌকাযোগে পাকবাহিনী এসে গ্রামে হামলা চালায়। পাক বাহিনী চন্ডি মন্দিরের সামনে দাঁড় করিয়ে তরনী দাশ, দীনেশ দাশ, ঠাকুর চান দাশ, মনোরঞ্জন দাশ, প্রভাসিনী বালা দাশ, চিত্রাঙ্গ বালা দাশ, সোহাগী বালা দাশসহ ৭৮ জনকে ব্রাশ ফায়ারে হত্যা করে।

রোববার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মাকালকান্দি গণহত্যা দিবস পালন করবে এলাকাবাসী।

এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা ও এলাকাবাসি ফুল দিয়ে স্মরণ করবেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের।

  • সর্বশেষ
  • পঠিত