ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

অগ্নিদগ্ধ হয়ে দুদক পরিচালকের স্ত্রীর মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩৮

অগ্নিদগ্ধ হয়ে দুদক পরিচালকের স্ত্রীর মৃত্যু

অগ্নিদগ্ধ হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মোহাম্মদ ইউসুফের স্ত্রী তানিয়া ইশরাত (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বৃহস্পতিবার সকালে তানিয়ার মৃত্যু হয়।

এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় নিজের বাসায় আগুনে দগ্ধ হন তিনি।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, গতকাল সন্ধ্যা ৭টায় উত্তরায় দুদক পরিচালকের বাসায় আগুনে দগ্ধ হয়েছেন তার স্ত্রী। তাকে সিএমএইচে ভর্তি করা হলে সকালে তিনি সেখানে মারা যান।

তিনি বলেন, পরিবারের সদস্যরা বলছেন, তানিয়া মানসিকভবে অসুস্থ ছিলেন, আত্মহত্যা করতেই তিনি নিজেই শরীরে আগুন দিয়েছেন। আগেও তিনি এরকম চেষ্টা করেছিলেন। তবে আমরা তদন্ত করে দেখছি।

এ বিষয়ে জানতে দুদক পরিচালক মোহাম্মদ ইউসুফকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

প্রসঙ্গত, দুদক পরিচালক ইউসুফ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকাকালে সেখানকার অনিয়ম রোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করে আলোচনায় আসেন তিনি। পরে তাকে দুদক পরিচালক করা হয়।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত