ঢাকা, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

গুগল ম্যাপ দিয়ে মনিটরিং করা হবে তালগাছ

  ​পাবনা প্রতিনিধি

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২০:১০

গুগল ম্যাপ দিয়ে মনিটরিং করা হবে তালগাছ

পাবনায় দিনব্যাপী একলাখ তালবীজ বপন কর্মসূচি পালিত হয়েছে। এসব গাছ গুগল ম্যাপ দিয়ে মনিটরিং করা হবে। বৃহস্পতিবার দুপুরে পাবনা সদর উপজেলার গয়েশপুর পূর্ব পাড়া মাঠে সড়কের পাশে তালের বীজ লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ।

পরিবেশের ভারসাম্য রক্ষায় জেলা প্রশাসকের নির্দেশনায় এবং উপজেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

তালগাছ বপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার জয়নাল আবেদিন, ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, পিআইও আব্দুল করিম, গয়েশ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুতাই প্রমুখ।

জেলা প্রশাসক এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, তালবীজ বপন করলেই হবে না এর রক্ষণাবেক্ষণ করতে হবে। কেউ ভাবতে পারেন- এ গাছগুলো কবে বড় হবে, কে এর ফল পাবে। এর ফল আপনার ভবিষ্যৎ প্রজন্মই ভোগ করবে।

তিনি বলেন, তালগাছ গুলোকে গুগল ম্যাপ দ্বারা মনিটরিং করে রেখে দেয়া হবে। যেন প্রতিটি গাছেরই এক একটি ডকুমেন্ট নেটওয়ার্কে থেকে যায়। আমরা বদলি হয়ে গেলেও অন্য অফিসার এসে এর ঠিকানা বুঝে পাবেন, তিনি বুঝতে পারবেন গাছগুলো কি অবস্থায় রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত