ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

সিরাজগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো ৬ স্কুলছাত্রী

  সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৬  
আপডেট :
 ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৮

সিরাজগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো ৬ স্কুলছাত্রী

সিরাজগঞ্জে এক দিনে ছয় স্কুলছাত্রীকে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব বিয়ে বন্ধ করা হয়।

এসময় ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেন আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পৌর ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম, নূরে এলাহী ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

ছয় শিক্ষার্থী হলো- সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মহল্লার চুমকী খাতুন (১৩), ব্রাহ্মণ বয়ড়া গ্রামের মিম খাতুন (১৬), গোবিন্দ পোটল গ্রামের নুসরাত খাতুন (১৩), একডালা গ্রামের লুবনা ইসলাম (১৫), পারপাচিল গ্রামের লিজা খাতুন (১৩) ও শিলন্দা গ্রামের রিমা খাতুন (১৩)।

আনিসুর রহমান জানান, সংশ্লিষ্ট অভিভাবকদের কাছ থেকে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত