ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

স্বামী খালাস পাওয়ায় আদালতেই স্ত্রীর বিষপান

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৩

স্বামী খালাস পাওয়ায় আদালতেই স্ত্রীর বিষপান

যৌতুকের জন্য মারধরের অভিযোগে দায়েরকৃত মামলার রায়ে স্বামীকে খালাস দেওয়ার আদেশ শুনে আদালত প্রাঙ্গনেই বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন স্ত্রী। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রামের ৫ম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সামনে এই ঘটনা ঘটে। বিষপানে অসুস্থ সেলিনা আক্তারকে (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে নগরীর চান্দগাঁও থানার বলিরহাট এলাকার বক্স আলী সওদাগর বাড়ির মো. জাসেদের স্ত্রী।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান বলেন, সেলিনা তার স্বামী জাসেদের বিরুদ্ধে যৌতুকের জন্য মারধরের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছিলেন। ওই মামলার রায়ে বিচারক আজ (মঙ্গলবার) তার স্বামীকে খালাস দেন। রায় শুনে ৫ম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে টয়লেটের কাছে গিয়ে সেলিনা বিষপান করেন। বিচারক অসুস্থ সেলিনার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন। আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, বিষপানে অসুস্থ একজন নারীকে আনা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত