ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

লক্ষ্মীপুরে ভূমিসেবা ব্যবস্থাপনায় শুদ্ধাচারের শপথ

  লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৩

লক্ষ্মীপুরে ভূমিসেবা ব্যবস্থাপনায় শুদ্ধাচারের শপথ

ভূমিসেবা ব্যবস্থাপনায় শুদ্ধাচারে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্বচ্ছ, দক্ষ, জবাবদিহি ও জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থাপনায় শুদ্ধাচার ও উত্তমচর্চা বিষয়ক সেমিনারে এ শপথ বাক্য পাঠ করান ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদুর রহমার পাটওয়ারী।

এ সময় জেলার বিভিন্ন স্তরের ভূমি সেবা সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এতে দেশপ্রেমের অঙ্গীকারসহ ভূমি ব্যবস্থাপনা সেবায় যেকোনো ধরনের হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবা প্রদানের অঙ্গীকার করানো হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদুর রহমান পাটোয়ারী বলেন, ভূমি সংক্রান্ত কাজে দুর্নীতিবাজদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। কোনো কর্মকর্তা দুর্নীতিতে জড়িয়ে পড়লে তার প্রমোশন দূরের কথা চাকরি নিয়ে টানাটানি শুরু হবে। দুর্নীতির তথ্য গ্রহণ বিষয়ে হটলাইন চালু করা হচ্ছে। সেবাগ্রহীতারা কোনো হয়রানির শিকার হলে হটলাইন নাম্বারে কল দিয়ে অভিযোগ জানাতে পারবেন। কারো বিরুদ্ধে অভিযোগ গেলে তাৎক্ষণিক অভিযান চালানো হবে।

তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, ভূমি সংক্রান্ত সেবা জনগণের অধিকার। এ অধিকার আপনারা (জনগণ) আদায় করে নেবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনারা সেবা না পান তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবো।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার ড. এএসএম কামরুজ্জামান, পৌরসভার মেয়র আবু তাহের, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদুল ইকবাল প্রমুখ।

এতে বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদোয়ান আরমান শাকিল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা মোস্তফা, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী, জেলা জজ আদালতের সরকারী কৌঁশুলী শ্যামল কান্তি চক্রবর্তী, প্রেস ক্লাবের সভাপতি মো. কামাল উদ্দিন হাওলাদার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত সহকারী কমশিনারগণ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা ভূমি অফিসের কার্যক্রমকে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীকে আহবান জানান।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত