ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

হাত-পা বেঁধে নদীতে ফেলে এক ব্যক্তিকে হত্যা

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৯, ০৮:৩৯  
আপডেট :
 ১৬ অক্টোবর ২০১৯, ১৩:১৯

হাত-পা বেঁধে নদীতে ফেলে এক ব্যক্তিকে হত্যা

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহ আলম শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে নদীতে ফেলে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার রাতে হাত-পা বাধা অবস্থায় কুমার নদ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের উত্তর গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের উত্তর গঙ্গারামপুর গ্রামের মৃত আব্দুল খালেক শেখের ছেলে।

মুকসুদপুর সিন্দিয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল বাসার জানিয়েছেন, মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে সিন্দিয়াঘাট বাজারে সাবেক চেয়ারম্যান লিটন বয়াতি ও বর্তমান চেয়ারম্যান সফিকুল আলম মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে নারীসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে দুপুরে শাহ আলম রাজৈর হাসপাতালে ভর্তি আহত চাচাতো বোন মিনাকে দেখে বাড়ির ফেরার পথে নিখোঁজ হন। এসময় অনেক খোঁজাখুঁজি করেও শাহ আলমের সন্ধান পায়নি পরিবারের লোকজন।

পরে এলাকাবাসী রাতে হাত-পা বাঁধা অবস্থায় শাহ আলমকে কুমার নদে ভাসতে দেখে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

রাজৈর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল জানান, হাসপাতালে আনার আগেই করে শাহ আলম শেখের মৃত্যু হয়।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত