ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

‘আবরার হত্যা মামলার চার্জশিট এ সপ্তাহেই’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০১৯, ১৬:১৯

‘আবরার হত্যা মামলার চার্জশিট এ সপ্তাহেই’

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় করা মামলার নিখুঁত চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

তিনি বলেন, ‘এই হত্যায় জড়িতদের কার কী দায় তা নিরূপণ করা হচ্ছে। মামলায় নিখুঁত চার্জশিট দাখিল করা হবে। এ সপ্তাহেই আদালতে অভিযোগপত্র জমা দেয়া হবে।’

শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) হলে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘আবরার হত্যাকাণ্ডের জন্য ছাত্র রাজনীতি না মূল্যবোধের অবক্ষয়, কোনটি দায়ী’-শীর্ষক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আবরার ফাহাদ হত্যার ঘটনায় মামলা রুজু হওয়ার আগেই আসামিরা গ্রেপ্তার হয়েছেন। ১৯ জনের নামে মামলা হয়েছে। এর মধ্যে ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কিছু রীতিনীতি আছে। সেগুলো মানতে হয়। হত্যাকাণ্ড, বড় যে কোনো ধরনের অপরাধের সঠিক তথ্য থাকলে পুলিশ ঘটনাস্থলে যেতে পারে। কিন্তু টহল পুলিশের কাছে তেমন কোনো সঠিক তথ্য ছিল না।’

তিনি আরো বলেন, ‘রাজধানীতে প্রতি মাসে অন্তত ২০টি হত্যাকাণ্ড হয়। এগুলো অরাজনৈতিক। পারিবারিক, প্রেম-ভালোবাসা এসব হত্যাকাণ্ডের কারণ। এগুলো কোনোভাবেই রাজনীতির সঙ্গে জড়িত না। এগুলো সাধারণত মূল্যবোধের বিষয়।’

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতির নামে যে র‌্যাগিং, টর্চার সেল, দখল, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, সন্ত্রাস চলছে তা শুধু রাজনীতি বন্ধ করলেই নির্মূল করা সম্ভব হবে না। এজন্য দরকার মূল্যবোধের চর্চা।’

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে ছায়া বিতর্কে অংশ নেয় তেজগাঁও কলেজ ও সরকারি বাঙলা কলেজ।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত