ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ভবন ধসের ৪৬ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৯, ১৫:৫০

ভবন ধসের ৪৬ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় নির্মাণাধীন চারতলা ভবন ধসের ঘটনার প্রায় ৪৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র ওয়াজিদের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওয়াজিদ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলো। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধসে পড়া ভবনের একটি দেয়ালের নিচে শিশুটি চাপা পড়েছিল। দেয়ালের নিচে চাপা পড়ে থাকায় তাকে উদ্ধার করা বা তার সন্ধান পেতে দেরি হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, ভবনটি মূলত একটি ডোবার উপর নির্মাণ করা হয়েছিল। এ ব্যাপারে অনেকবার ভবন মালিককে নিষেধ করেছিলেন সেখানকার লোকজনও। ভবনটি কোনো সয়েল টেস্ট কিংবা রাজউকের অনুমতি ও পাইলিং ছাড়া নির্মাণ করা হয়েছিল।

এর আগে রোববার বিকেলে নগরীর মুন্সীবাড়ি এলাকার এইচএম ম্যানশন ভবনটি ধসে পড়ে। সে সময় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

  • সর্বশেষ
  • পঠিত