ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

  মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০১৯, ১১:৪৩  
আপডেট :
 ১০ নভেম্বর ২০১৯, ১৪:৪৭

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু
ফাইল ছবি

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সাড়ে ১১ ঘন্টা বন্ধ থাকার পর শুরু হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল।

রবিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান বলেন, জানমালের নিরাপত্তার জন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে পরীক্ষামূলকভাবে রবিবার সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু করা হয়েছে। এতে জরুরি পণ্যবাহী ও যাত্রীবাহী বাস পারাপার করা হচ্ছে।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশ যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

এর আগে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে শনিবার বিকেল থেকে নৌ দুর্ঘটনা এড়াড়ে এ রুটে লঞ্চ এবং রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত