ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

সচল হলো চট্টগ্রাম বন্দর

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০১৯, ১১:০৪

সচল হলো চট্টগ্রাম বন্দর
ফাইল ছবি

শনিবার ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ৯ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পর চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

তবে ঘুর্ণিঝড়টি দুর্বল হয়ে যাওয়ার পর রোববার (১০ নভেম্বর) থেকে ফের শুরু হয়েছে বন্দরের কার্যক্রম। বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে শনিবার সকালে বন্দর জেটিতে থাকা ১৮টি পণ্যবাহী জাহাজ সাগরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বন্দর কার্যক্রম শুরুর পর এসব জাহাজ জেটিতে ফিরিয়ে আনা হয়।

ওমর ফারুক বলেন,‘আবহাওয়া অধিদপ্তর সংকেত নামিয়ে আনার পর বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এখন ইয়ার্ড ও জেটিতে পুরোদমে কাজ চলছে। বহির্নোঙরে পাঠানো জাহাজগুলো পুনরায় জেটিতে নিয়ে আনা হচ্ছে। এরইমধ্যে কয়েকটি জাহাজ জেটিতে এসে পৌঁছেছে।’

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত