ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

রামগঞ্জেও ধান-চাল কিনবে সরকার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০১৯, ১৭:৪৮

রামগঞ্জেও ধান-চাল কিনবে সরকার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা হতেও সরকারিভাবে ধান-চাল সংগ্রহ করা হবে। তাতে করে কৃষকদের ধানের ন্যায্য মূল্যপ্রাপ্তি নিশ্চিত হবে। মঙ্গলবার জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য ড.আনোয়ার হোসেন খানের এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ২০১৯-২০২০ মৌসুমে ৬ লক্ষ মেট্রিক টন ধান কৃষকদের নিকট হতে প্রতি কেজি ২৬ টাকা দরে সংগ্রহ করার লক্ষ্যমাত্রা র্নিধারণ করা হয়েছে। কৃষকরা যাতে মিল মালিকদের নিকট ধান বিক্রয় করে ন্যায্য মূল্য পান সে লক্ষ্যে ৩৬ টাকা কেজিদরে ৩ লক্ষ ৫০ হাজার মেট্রিকটন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিকটন আতপ চাল সংগ্রহেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে করে কৃষকদের ধানের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হবে।

অপর এক প্রশ্নের জবাবে সংসদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন উপকূলীয় ঘুর্ণিঝড় প্রবণ এলাকায় বহমুখী আশ্রয়কেন্দ্র নির্মাণ ৩য় প্রকল্পের আওতায় আরও ৫শ বহুমুখী আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত