ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

টাকার অভাবে বুয়েটে ভর্তি হতে পারছেন না কাওসার

  পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৯, ১১:৫২

টাকার অভাবে বুয়েটে ভর্তি হতে পারছেন না কাওসার

মেধাবী ছাত্র কাওসার। টিউশনি করে নিজের চেষ্টায় পড়াশোনা করে স্বপ্নের বুয়েটসহ পড়ার সুযোগ পেয়েছেন ছয় বিশ্ববিদ্যালয়ে।

তবে ভর্তি পরীক্ষায় টিকলেও আর্থিক দৈন্যদশার কারণে ভর্তি হতে পারছেন না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)।

বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষক আবু বকর মোল্লা ও শাহিরুন বেগম দম্পতির তিন ছেলের মধ্যে কাওসার বড়।

মেধাবী কাওসার আহমেদ বলেন, ‘দরিদ্র কৃষক হওয়ায় সংসারের ব্যয় মিটিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সামর্থ্য নেই বাবার। নিজে প্রাইভেট পড়িয়ে যা আয় করেছি তা খুবই সামান্য। আমাকে বিনা বেতনে পড়িয়েছেন সরকারি কলেজের স্যাররা। পরিবারে আরও দুই ভাই পড়াশোনা করে। আমি যে বুয়েটে ভর্তি হব, সেই টাকা আমার পরিবার দিতে পারবে না। আমার বাবার সেই সামর্থ্য নেই।’

কৃষক বাবা আবু বকর মোল্লা বলেন, ‘আমার সামান্য আয়। তিন ছেলেকে পড়াশোনা করানোর মতো টাকা আমার নেই। ছেলে (কাওসার) নিজের চেষ্টায় পড়াশোনা করছে।’

কাওসারের কৃষক বাবা সরকার, সমাজের বিত্তবান দানশীল ও প্রবাসীদের কাছে তার লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা কামনা করেছেন।

পটুয়াখালী সরকারি কলেজের অধ্যাপক ধীমান বলেন, ‘কাওসার অনেক মেধাবী। ওর পাশে সমাজের বিত্তবানদের দাঁড়ানো উচিত। সে সুযোগ পেলে সামনে ভালো কিছু করতে পারবে।’

কাওসারের সঙ্গে যোগাযোগ- ০১৭৬৬ ১৩২৮২৩৫

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত