ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

‘বৈধ কাগজপত্র থাকলে কাউকে হয়রানি নয়’

  নাটোর প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৯, ১৪:৫০

‘বৈধ কাগজপত্র থাকলে কাউকে হয়রানি নয়’

সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে নাটোরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির আয়োজনে শহরের বড়হরিশপুর বাস টার্মিনালে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা।

এছাড়া বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর বিকর্ন কুমার চৌধুরী, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকরাম হোসেন সহ বিভিন্ন শ্রমিক নেতারা।

বক্তারা বলেন, সকলে যানবাহনের বৈধ কাগজপত্র নিয়ে বের হলে পুলিশ কাউকে হয়রানি করবে না। এসময় সকলকে বৈধ কাগজপত্র করার জন্য আহবান জানানো হয়।

বাংলাদেশ জার্নাল/এসবি

  • সর্বশেষ
  • পঠিত