ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

পেঁয়াজের দাম কমেছে ৫০ টাকা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৯, ১৬:৩৬

পেঁয়াজের দাম কমেছে ৫০ টাকা

দিনাজপুরের হিলি স্থলবন্দরের বাজারে এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৫০ থেকে ৬০ টাকা কমেছে। যে পেঁয়াজ শনিবার খুচরা বাজারে বিক্রি হয়েছে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে। রোববার সেই পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। বাজারে যোগান বেশি হওয়ায় দাম কমতে শুরু করেছে।

প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে মনিটরিং করায় গুদামে থাকা পেঁয়াজ খোলা বাজারে আসায় জোগান বাড়ছে, তেমনি বিক্রেতার দাম বেশি হাঁকানোর প্রবণতাও কমেছে।

পাইকার ব্যবসায়ী মনিরুল ইসলাম মনি বলেন, প্রশাসনের মনিটরিংয়ের কারণে পেঁয়াজের দামে প্রভাব পড়েছে। পাইকারি বাজারে শনিবার যে পেঁয়াজ ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন, তা আজ ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হয়েছে।

তিনি জানান, বাজারে নতুন পাতা পেঁয়াজ আসতে শুরু করায় দামে প্রভাব পড়তে শুরু করেছে। আগামীতে দাম আরো কমার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

কয়েকজন ক্রেতা জানান, পেঁয়াজের দাম এত চড়া ছিল যে কেনা ছেড়ে দিয়েছিলেন, আজ বাজারে এসে দাম কম দেখে কিছুটা স্বস্তি পাচ্ছেন।

  • সর্বশেষ
  • পঠিত