ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

৪০ জন যাত্রী নিয়ে গভীর খাদে বাস

  পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৯, ১৪:৪২  
আপডেট :
 ১৮ নভেম্বর ২০১৯, ১৪:৪৮

৪০ জন যাত্রী নিয়ে গভীর খাদে বাস

পিরোজপুরের ইন্দুরকানীতে যাত্রীবাহী বাস উল্টে খালে পরে অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার সকালে কলারণ খেয়াঘাট থেকে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস মির্জাগঞ্জ ট্রাভেলস (যশোর- ব ১০৬৫) নামের গাড়ি চরবলেশ্বর এলাকায় আসলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর থেকে ধেয়ে আসা ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-২৩১৯) যাত্রীবাহী বাসটিকে ক্রোসিং করার সময় পাশে ধাক্কা লাগে। এসময় যাত্রীবাহী বাসটির একপাশের চাকা পাকা রাস্তার পাশে নরম মাটিতে চলে গেলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে পার্শবর্তী খালে পড়ে যায়। বাসে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ প্রায় ৪০ জন যাত্রী ছিল।

ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, চালকের বদলে হেলপার বাস চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটিয়েছে। আমরা ট্রাকটি আটক করেছি। বাসও উদ্ধার করা হচ্ছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত