ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

বরিশালে ভারতীয় নতুন ভিসা সেন্টার

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৯, ১৫:৩৭

বরিশালে ভারতীয় নতুন ভিসা সেন্টার

বরিশালে ভারত ভ্রমনেচ্ছুদের সংখ্যা বাড়ায় বৃহৎ পরিসরে ভিসা এ্যাপ্লিকেশনের নতুন সেন্টারের ‍উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় নতুন সেন্টারের উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এখন থেকে নতুন ভিসা এপ্লিকেশন সেন্টারের কার্যক্রম চলবে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে নগরীর কাশীপুরের ডিআইজি অফিস সংলগ্ন ‘মীর টাওয়ারে’।

এ সময় আয়োজিত অনুষ্ঠানে সিটি মেয়র ছাড়াও ভারতীয় হাইকমিশনের খুলনাস্থ এসিস্ট্যান্ট হাইকমিশনার মি. রাজেশ কুমার রায়না, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানসহ স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভারতের এ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার বলেন, বরিশালে দিন দিন ভারত ভ্রমনেচ্ছুদের সংখ্যা বাড়ছে। তাদের সুবিধার কথা বিবেচনা করে বৃহৎ পরিসরে নতুন সেন্টারের কার্যক্রম চালু করা হলো। এখান থেকে ভারত ভ্রমনেচ্ছু বরিশালের সাধারণ জনগন উপকৃত হবে।

এর আগে বরিশালে ভারতীয় হাইকমিশনের ভিসা এ্যাপ্লিকেশন সেন্টারের কার্যক্রম পরিচালিত হতো নগরীর হাসপাতাল রোডের একটি ভবন থেকে।

বাংলাদেশ জার্নাল/এসবি

  • সর্বশেষ
  • পঠিত