ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

১৮ কেজি ওজনের কাতলা মাছ

  রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৯, ০০:০৫

১৮ কেজি ওজনের কাতলা মাছ

পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ১৮ কেজি ৪শ’ গ্রাম ওজনের একটি বিশাল কাতলা মাছ ধরা পড়েছে। বুধবার ভোরে আলামিন হালদার নামে দৌলতদিয়ার এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

মাছটি ২ হাজার টাকা কেজি দরে টাঙ্গাইলের এক গার্মেন্টস ব্যবসায়ী ৩৬ হাজার ৮০০ টাকায় কিনে নেন।

দৌলতদিয়ার শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট জানান, বুধবার ভোরের দিকে দৌলতদিয়া ১নং ফেরিঘাট এলাকায় জাল ফেলে স্থানীয় জেলে আলামিন হালদার। এ সময় তার জালে বিশাল আকৃতির এই কাতলা মাছটি ধরা পরে।

সকালে মাছটি দৌলতদিয়া মাছ বাজারে আনা হলে সেখান থেকে প্রতিযোগিতামূলকভাবে আমি ১৮০০ টাকা কেজি দরে কিনে নেই। পরে আমি ঢাকা ও কয়েকটি জায়গায় আমার পরিচিত কয়েকজনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তাদের মধ্যে টাঙ্গাইলের এক গার্মেন্টস ব্যবসায়ী ২ হাজার টাকা কেজি দরে মাছটি কিনে নেন। পরে মাছটি বিশেষ ব্যবস্থায় তার ঠিকানায় পৌঁছে দেয়া হয়।

এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত