ঢাকা, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

নরসিংদীতে পাটকল শ্রমিকদের ধর্মঘট চলছেই

  নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৬

নরসিংদীতে পাটকল শ্রমিকদের ধর্মঘট চলছেই

নরসিংদীতে মজুরি কমিশনসহ ১১ দফা দাবি আদায়ে ধর্মঘট কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের ডাকে মঙ্গলবার সকাল ৬টা থেকে ইউএমসি জুট মিলের শ্রমিকরা ধর্মঘটে অংশ নেন।

ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএম সি) জুট মিলের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৫ হাজার শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেয়। ধর্মঘটের ফলে মিলের সকল প্রকার উৎপাদন বন্ধ হয়ে যায়। ২৪ ঘণ্টার ধর্মঘট চলবে বুধবার সকাল ৬টা পর্যন্ত।

মজুরি কমিশনসহ ১১ দফা দাবিতে ধর্মঘটকে কেন্দ্র করে সকাল থেকেই শ্রমিকরা মিলের প্রধান ফটকের সামনে জমায়েত হতে শুরু করেন।

এসময় ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কাউছার আহাম্মেদ, সুমন খন্দকার, জাকির হোসেন, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, মোশারফ হোসেন, কাউয়ুম প্রধান, শামসুল আরেফিন, ইসা হাবিব রিপন সরকারসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিনেও বকেয়া মজুরি কমিশন, পিএফ’র টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশনসহ ১১ দফা ন্যায্য দাবি জানিয়ে আসছি। ৪টি দপ্তরের দাবি মানা হলেও পাটকল শ্রমিকদের দাবি আদায় হয়নি। অচিরেই দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত