ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

চেয়ারম্যানের বিরুদ্ধে ভাইস চেয়ারম্যানের জিডি

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৯, ০০:৪০

চেয়ারম্যানের বিরুদ্ধে ভাইস চেয়ারম্যানের জিডি

লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসের বিরুদ্ধে সাধারণ ডায়েরী (জিডি) করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান। বুধবার বিকালে আদিতমারী থানায় নিরাপত্তা চেয়ে জিডি করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার।

জিডি সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বিকেলে নিজ কক্ষে বসে অফিস করছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার। অফিস চলাকালীন সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস পিয়ন মারফতে মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতারকে পরিষদের নিজ কক্ষে ডেকে নেন। এ সময় চলতি অর্থ বছরের টেস্ট ফর রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের বণ্টন নিয়ে কথা বলেন চেয়ারম্যান। এতে উপস্থিত জনতার সামনে ভাগ কম বেশি নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটি ঘটনা ঘটে। এতে এক পর্যায়ে চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস উত্তেজিত হয়ে মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতারকে অকথ্য ও অশ্লীল ভাষায় গালমন্দ করেন। তাকে উপজেলা পরিষদের দ্বিতল ভবন থেকে ফেলে হত্যা করার হুমকিও দেন।

এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে বুধবার বিকালে আদিতমারী থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার। যার নং ১৬৩। এ ছাড়াও এ ঘটনার বিচার চেয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মশিউর রহমান জিডির সত্যতা নিশ্চিত করেন।

আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস বলেন, ভাইস চেয়ারম্যানকে অফিসে ডেকে নিয়ে প্রকল্পের বিষয়ে কথা বলতেই তিনি উত্তেজিত হয়ে আমাকে মেন্টাল বলেন। এতে আমিও দু’একটি কথা বলেছি। সেটা নিয়ে জিডি করার কি আছে। এমনটা হলে তো আমাকেও জিডি করতে হবে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত