ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

উদ্ধার হওয়া লাশটি বিশ্ববিদ্যালয় ছাত্রীর

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৯, ২১:১৩  
আপডেট :
 ০৫ ডিসেম্বর ২০১৯, ২১:৩১

উদ্ধার হওয়া লাশটি বিশ্ববিদ্যালয় ছাত্রীর
প্রতীকী ছবি

রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে গতরাতে লাশ উদ্ধার হওয়া তরুণীর পরিচয় মিলেছে। জানা গেছে ওই তরুণীর নাম শারমিন রুম্পা। তিনি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে।

শারমিনের বাবা পুলিশের পরিদর্শক।

এর আগে বুধবার মালিবাগ সিআইডি অফিস এর ঠিক বিপরীত দিকে আয়েশা শপিং কমপ্লেক্স এর পেছনের গলিতে ওই তরুণীর লাশ পাওয়া যায়।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

সে সময় পুলিশ কর্মকর্তা জহির জানান, স্থানীয় লোকজন তাদের বলেছে, এই তরুণী আশেপাশের কোনো ভবন থেকে পড়ে থাকতে পারে, কারণ তারা একটি শব্দ শুনেছিল। তবে আশেপাশের ভবনগুলোর প্রতিটি তলাতে গিয়ে খোঁজ নেয়া হলেও কেউ ওই তরুণীর কোনো পরিচয় দিতে পারেনি।

সিদ্ধেশ্বরী সার্কুলার যে রোডে লাশটি পাওয়া যায়। এর আশেপাশে তিনটি সুউচ্চ ভবন রয়েছে। সেখানে একটি মহিলা হোস্টেল রয়েছে, সেখানকার কেউও তরুণীর কোনো খোঁজ দিতে পারেনি।

বুধবার রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, পুলিশ ৬৮ সিদ্ধেশ্বরীর সামনের রাস্তা থেকে অজ্ঞাত ওই তরুণীর লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। প্রত্যক্ষদর্শীদের অনেকে বলছেন ভবন থেকে তরুণী পড়ে গেছে। তার পরনে ছিলো শর্ট কামিজ ও প্যান্ট। তার বয়স ২০ থেকে ২২ বছর হতে পারে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত