ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

নওগাঁয় বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা

  নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৯, ১১:৩২

নওগাঁয় বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা

নওগাঁর বদলগাছীতে “মাদক কে না বলি, খেলার মাঠে ফিরে আসি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজয় দিবস আন্ত:ইউনিয়ন কাবাডি প্রতিযোগিতার চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার নতুন হাট বালুরচর মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাগুলোকে যুব সমাজের কাছে নতুন করে জনপ্রিয় করার লক্ষ্যে উপজেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্টের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা: আবু তাহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান সালাম মন্ডল, বালুভরা ইউপি চেয়ারম্যান আয়েন উদ্দিন, পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, মিঠাপুর ইউনিয়ন চেয়ারম্যান পিরোজ হোসেন, পিসিএল প্লাষ্টিক কোম্পানির জেলা ম্যানেজার বুল আহমেদ রানা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পিন্টু প্রমুখ।

টুর্নামেন্টে উপজেলার ৮টি ইউনিয়ন কাবাডি দল অংশগ্রহণ করে। চুড়ান্ত খেলায় বালুভরা ইউনিয়ন দল ৩০-২৬ পয়েন্টে ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়ন দলকে হারিয়ে বিজয়ী হয়। গত ৬ডিসেম্বর এই টুর্নামেন্ট শুরু হয়। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

বাংলাদেশ জার্নাল/এসবি

  • সর্বশেষ
  • পঠিত