ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

চট্টগ্রামে আরো ৪৬ জন করোনা সংক্রমিত

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৯

চট্টগ্রামে আরো ৪৬ জন করোনা সংক্রমিত

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করোনা শনাক্ত হয়েছে ৪৬ জনের। এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ১২০ জনে। এইদিন মৃত্যু হয়েছে একজনের। বুধবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ছয়টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৮৪টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৩০টি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৮১টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ৫ জন, বিআইটিআইডিতে ৯ জন, চমেক ল্যাবে ১৮ জন এবং সিভাসু ল্যাবে ২ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষা করে ৫ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫৮টি নমুনা পরীক্ষা করে ৭ জন করোনা সংক্রমিত রোগী পাওয়া গেছে।

অন্যদিকে, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৪৬ জন নতুন সংক্রমিত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ১২৫টি। নতুন সংক্রমিতদের মধ্যে নগরে ৩৭ জন এবং উপজেলায় ৯ জন। গত ২৪ ঘণ্টায় ৭৬ জন সুস্থ হয়েছেন।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত