ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

নাটোরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

  নাটোর প্রতিনিধি

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২০, ১৪:০৩

নাটোরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রী হত্যায় ফাঁসির আদেশ পাওয়া স্বামী রুবেল হোসেন, ছবি প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলার আসামি স্বামী রুবেল হোসেনকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনালের বিচারক মোহা. ইমদাদুল হক এই আদেশ দেন।

২০১৭ সালে পারিবারিকভাবে ফাতেমা খাতুনের বিয়ে হয় উপজেলার শিবপুর গ্রামের খোকন মুন্সির ছেলে রুবেল হোসেনের সঙ্গে। বিয়ের এক মাসের মাথায় স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন স্বামী রুবেল। টাকা না দেয়াতে ফাতেমার উপরে চলতে থাকে শারীরিক ও মানসিক নির্যাতন।

এরপর ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর রুবেল তার স্ত্রী ফাতেমাকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা বলে অপপ্রচার চালায়। এই ঘটনায় ফাতেমা খাতুনের বোন আকলিমা বেগম বাদী হয়ে চারজনের নামে থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে আসামি রুবেল হোসেনের বিরুদ্ধে চার্জগঠন করা হয়। এরপর দীর্ঘ শুনানি শেষে বিচারক আসাসি রুবেল হোসেনের মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। পরে আসামিকে জেল হাজতে পাঠানো হয়।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত