ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

গাজীপুরে ২০২ ভূমিহীন পেল জমি-ঘর

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ জুন ২০২১, ১৬:৪৬

গাজীপুরে ২০২ ভূমিহীন পেল জমি-ঘর
ছবি- নিজস্ব

গাজীপুরের মুজিববর্ষের উপহার হিসেবে দ্বিতীয় দফায় ২০২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর ও জমি হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, মুজিববর্ষের উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বিতীয় দফায় ২০২টি পরিবারের মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৬৫টি, কালিয়াকৈর উপজেলায় ৯০টি, কাপাসিয়ায় ১২টি, শ্রীপুরে ১৫টি এবং কালীগঞ্জ উপজেলায় ২০টি পরিবারকে দুই শতাংশ করে জমির দলিল ও ঘরের চাবি প্রদান করা হয়েছে।

এর আগে প্রথম দফায় গাজীপুরের পাঁচ উপজেলায় ২৮৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি ও ঘর দেয়া হয়েছে। দুই কক্ষের প্রতিটি ঘরের সঙ্গে একটি বারান্দা, রান্না ঘর ও টয়লেট সংযুক্ত রয়েছে। এসব ঘরে বিনামূল্যে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত