ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

দিনাজপুরে ৭ মাংস বিক্রেতাকে অর্থদণ্ড

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ০৯ মে ২০১৯, ১৫:৪৩

দিনাজপুরে ৭ মাংস বিক্রেতাকে অর্থদণ্ড

দিনাজপুর চিরিরবন্দরের রাণীরবন্দর বাজারে নির্ধারিত মূল্য তালিকা না থাকায় ও অসুস্থ গরু জবাইয়ের অভিযোগে সাত মাংস বিক্রেতাকে ৩৩ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাউল করিম এ রায় দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন মোছা.মৌসুমি আক্তার।

দণ্ডপ্রাপ্ত গরুর মাংস বিক্রেতা সামসুল হক, কাল্টু, আব্দুল ছাত্তার, আকবর আলী, শামসুদ্দিন, রিয়াজুল ইসলামসহ প্রত্যেককে ৫ হাজার টাকা ও ছাগল মাংস বিক্রেতা নুর ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চিরিরবন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো.মেজবাউল করিম বাংলাদেশ জার্নালকে জানান, অভিযানের প্রথম দিন ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। পুরো রমজান মাস জুড়েই এ অভিযান চলবে।

কোথাও কোনো অনিয়ম পেলে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক জেল জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম বাংলাদেশ জার্নালকে জানান, ভ্রাম্যমাণ অভিযানের সময় চিরিরবন্দর থানার কয়েকজন পুলিশ উপ-পরির্দশকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ জার্নাল/টিপিবি

  • সর্বশেষ
  • পঠিত