ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

ঝিনাইদহে ঝুট কারখানায় আগুন

  ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১৯ মে ২০১৯, ০৮:৪০

ঝিনাইদহে ঝুট কারখানায় আগুন

ঝিনাইদহ বিসিক শিল্পনগরীর জিনিং ঝুট ও তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার রাত প্রায় ৮টার দিকে শিল্পনগরীর ওই ঝুট মিলে আগুন লাগে। রাত ১০টার দিকে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

গোডাউনের মালিক আব্দুল জলিল বলেন, কাজ শেষে প্রতিদিন বিকেলে গোডাউনে তালা মেরে বাড়ি চলে যায় সবাই। শনিবারও সন্ধ্যায় গোডাউনে কেউ ছিল না। পরে রাত ৮টার দিকে জানতে পারি গোডাউনে আগুন লেগেছে। স্থানীয়রা আগুন দেখে ঝিনাইদহ ফায়ার সার্ভিসে খবর দেয়।

কারখানা মালিকের ছেলে ইমরোজ হোসেন বলেন, আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে।

প্রত্যক্ষদর্শী বিসিকের কারখানা শ্রমিক মমতাজ খাতুন জানান, রাত ৮টার দিকে চিৎকার শুনে বাইরে এসে দেখতে পান পুরো কারখানা জ্বলছে। আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানিয়েছেন ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার আব্দুর রউফ।

বাংলাদেশ জার্নাল/টিপিবি

  • সর্বশেষ
  • পঠিত