ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

বিজিবি পোশাকে শোরুমে ঢুকে ৫০ স্মার্টফোন ছিনতাই

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০১৯, ১৪:১৬

বিজিবি পোশাকে শোরুমে ঢুকে ৫০ স্মার্টফোন ছিনতাই
সিসিটিভি ফুটেজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কতিপয় বিজিবি সদস্যের বিরুদ্ধে ৫০টি স্মার্ট মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর মোড়ের কেএস টেলিকমের শো-রুমে এই ঘটনা ঘটে।

শো-রুমের মালিক কবিরুল ইসলাম বাংলাদেশ জার্নালকে জানান, সোমবার দুপুরে একটি মোটরসাইকেলযোগে ৩ জন বিজিবি’র পোশাক পরিহিত সদস্য শো-রুমে ঢুকে মোবাইল ফোনগুলো একের পর এক নিতে থাকে।

এ সময় প্রতিবাদ করলে তারা আটক করে নিয়ে যাবার হুমকি দেয়। এ সময় দোকানের কর্মচারী রুবেল জোরালো প্রতিবাদ করলে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং ৫০টি স্মার্ট মোবাইল ফোন নিয়ে দ্রুত কেটে পড়ে।

ওই শোরুমের সিসি টিভির ফুটেজে বিজিবি’র পোশাক পরিহিত সদস্যদের দোকানের ভেতরের শো-কেশ থেকে মোবাইল ফোনগুলো নামাতে দেখা গেছে।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় শোরুমের মালিক কবিরুল ইসলাম সন্ধ্যায় একটি জিডি করেছেন বলে বাংলাদেশ জার্নালকে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি শিকদার মোঃ মশিউর রহমান। তিনি বাংলাদেশ জার্নালকে আরো জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সরোয়ার বাংলাদেশ জার্নালকে জানান, যদি এ ঘটনাটি সত্যি হয়ে থাকে তবে তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তি দেয়া হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/টিপিবি

  • সর্বশেষ
  • পঠিত