ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

এবার হাসপাতালের বিরুদ্ধে মাশরাফির হুঁশিয়ারি

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ০৯ আগস্ট ২০১৯, ১১:৫৪

এবার হাসপাতালের বিরুদ্ধে মাশরাফির হুঁশিয়ারি

হাসপাতালের রোগীদের নিয়ে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। বলেন, ‘হাসপাতালে টেন্ডার বাণিজ্য বন্ধ করতে হবে। রোগীদের নিয়ে আমি কাউকে ব্যবসা করতে দেবো না।’

বৃহস্পতিবার নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করেছেন নড়াইল-২ (নড়াইল-লোহাগড়া) আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। এদিন মাশরাফি হাসপাতালের শিশু ওয়ার্ডসহ অন্যান্য ওয়ার্ড পরিদর্শন করেন। তিনি রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং হাসপাতালে বিকল হয়ে পড়ে থাকা যন্ত্রপাতি সচল করতে কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। তিনি বলেন, ‘আগে জীবন বাঁচাতে হবে। টাকার কথা ভেবে মেশিন নষ্টভাবে ফেলে রাখা যাবে না।’

এদিন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দিয়ে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে জাতীয় সংসদের এ সদস্য বলেন, ‘দেশে ডেঙ্গু নিয়ে সংকট চলছে। হাসপাতালের অকেজো যন্ত্রপাতিগুলো দ্রুত ঠিক করেন, মানুষের জীবন বাঁচান। যেকোনো মূল্যে ডেঙ্গু আক্রান্ত রোগীদের বাঁচাতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব। এর আগে ডেঙ্গু পরীক্ষায় ২০০ কিটস দেয়া হয়েছে।’

হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে মাশরাফি বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের শিশু ওয়ার্ডসহ যেসব ওয়ার্ডে বিকল যন্ত্রপাতি রয়েছে সেগুলো সচল করেন। পাশাপাশি যেসব ওয়ার্ডে যন্ত্রপাতি নেই সেসব যন্ত্রপাতি সরবরাহ করেন।’

সারাদেশে ডেঙ্গু নিয়ে ‘ক্রাইসিস’ চলছে জানিয়ে তিনি বলেন, ‘ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।’

ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার সু-ব্যবস্থা করার আশ্বাস দিয়ে মাশরাফি বলেন, ‘ওষুধ ও চিকিৎসার বিল নিয়ে চিন্তা করবেন না কেউ। এসব বিষয় পরে ভেবে দেখবো আমি। আপনাদের এসব নিয়ে চিন্তা করতে হবে না। আগে আপনারা সুস্থ হোন, তারপর যা হওয়ার হবে। ডেঙ্গু রোগীরা সুস্থ হওয়ার পর হাসপাতালের বিল নিয়ে চিন্তা করবো আমরা।’

এসময় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ডেঙ্গু রোগীদের রক্ত পরীক্ষা করানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আরও ২ জন দক্ষ জনবল নিয়োগ দিতে বলেন মাশরাফি। তিনি বলেন, ‘এই দু’জনের বেতন আমিই দেবো, তবু ক্রাইসিস মোমেন্টে জনগণ যেন সেবা পায়— সেটি নিশ্চিত করুন।’

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত