ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

সাংবাদিককে মারধরে অভিযুক্ত এসআই বরখাস্ত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২২, ২২:৪৯

সাংবাদিককে মারধরে অভিযুক্ত এসআই বরখাস্ত

রাজধানীর কামরাঙ্গীর চরে এসপিএ ডায়গনস্টিক সেন্টার ও হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনের সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র সাংবাদিক হাসান মিসবাহ ও ক্যামেরাপারসন সাজু মিয়ার ওপর হামলার ঘটনায় পুলিশের এক সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এসআই পদমর্যাদার ওই সদস্যের নাম মিলন। তিনি কামরাঙ্গীরচর থানায় কর্মরত ছিলেন।

ডিএমপি’র লালবাগ বিভাগের ডিসি জাফর হোসেন জানান, ঘটনার সত্যতা পাওয়ায় কামরাঙ্গীরচর থানার এসআই মিলনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও ওই ঘটনায় হাসপাতালটির দুইজনকে আটক করা হয়েছে।

এর আগে বিকালে এসপিএ ডায়গনস্টিক সেন্টার ও হাসপাতালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র সাংবাদিক হাসান মিসবাহ ও ক্যামেরাপারসন সাজুর ওপর হামলা হয়। ডায়গনস্টিক সেন্টারটির মালিক ও তার লোকজন দুই সাংবাদিককে মারধরের পাশাপাশি ক্যামেরা ভাঙচুর এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এছাড়া প্রায় দুই ঘণ্টা ধরে তাদের একটি কক্ষে আটকে রাখা হয়। পরে পুলিশ গিয়েও ওই দুই সাংবাদিকের ওপর চড়াও হয়।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত