ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

নেত্রকোণার সৌরচালিত কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার অনুমোদন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫২  
আপডেট :
 ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৪

নেত্রকোণার সৌরচালিত কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার অনুমোদন
ফাইল ছবি

নেত্রকোণায় নির্মাণাধীন বেসরকারি খাতের একটি সৌর বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

তিনি বলেন, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিদ্যুৎ কেনার প্রস্তাব নিয়ে এসেছে বিদ্যুৎ বিভাগ। ‘বিদ্যুৎ না নিলে টাকা দেয়া লাগবে না’ এমন নীতির আলোকে এ ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

প্রতি ইউনিট বিদ্যুতের দাম ধরা হয়েছে ৯ সেন্ট বা বাংলাদেশি টাকায় ১০ টাকা।

নেত্রকোণার বিল সুড়ঙ্গি মৌজায় ৫০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করছে প্যারাগন বাংলাদেশ, রায়জান এনার্জি ইউকে ও সেন্টার ফর রিনিউয়েল এনার্জি সার্ভিস লিমিটেডের যৌথ কোম্পানি।

বাংলাদেশ জার্নাল/আইজে

  • সর্বশেষ
  • পঠিত