ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

আবার বেড়েছে পেঁয়াজের ঝাঁজ, আকাশমুখী সবজি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২২, ১২:০৭

আবার বেড়েছে পেঁয়াজের ঝাঁজ, আকাশমুখী সবজি

গত এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে আবার বেড়ে গেছে পেঁয়াজের দাম। গত সপ্তাহের চেয়ে পেঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি প্রায় ১৫ টাকা করে। এদিকে বাজারে সবজির দাম প্রায় আকাশ ছোঁয়ার অবস্থা।

শুক্রবার (৪ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে কেজিপ্রতি পেঁয়াজের দাম প্রায় ১৫ টাকা মতো বেড়ে এখন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। কিছুটা বড় বাছাইকৃত পেঁয়াজ আবার বিক্রি হচ্ছে আরও ৫-১০ টাকা বেশি দরে।

বাজারে মুরগির দামে আসেনি কোনো পরিবর্তন। ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন আগের মতোই ১৬০-১৬৫ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৯০-৩২০ টাকা।

এদিকে মুরগি-পেঁয়াজ ছাপিয়ে বাজারে এখন সবার উপরে সবজি। প্রায় প্রতিটা সবজির মূল্যই রাখা হচ্ছে অনেক বেশি চড়া। বাজারে বরবটির কেজি বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা। ঢেঁড়স আর করোলা দুটো সবজির দামই রাখা হচ্ছে কেজিপ্রতি ১০০-১২০ টাকা। বাজারে পাকা টমেটো বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিপ্রতি, আগের সপ্তাহে যা ছিলো ৪০ টাকা।

এদিকে বাজারে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে আলুর দামও। কেজিপ্রতি প্রায় ৩-৫ টাকা দরে বেড়ে আলু বিক্রি হচ্ছে ১৮-২০ টাকায়। শিমের কেজি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা দরে। গাজরের কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা করে। বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা। আর শাকের ভেতর পালংশাক আর লালশাকের আঁটি বিক্রি হচ্ছে ১০-১৫ টাকা দরে।

এই সপ্তাহে মাছের বাজার ঘুরে দেখা যায়, এক কেজি বা তার চেয়ে বেশি ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১০০০-১২০০ টাকা আর ছোট ইলিশে কেজি বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকা করে। এছাড়া রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ২৮০-৪৫০ টাকা আর চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকা কেজিদরে।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত