ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

ববিতে ২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:২৭

ববিতে ২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সাম্প্রতিক ৫ শিক্ষার্থীকে কুপিয়ে জখমের ঘটনায় ২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস।

বহিষ্কৃতরা হচ্ছে- বাংলা বিভাগের ২০১৮-১৯ইং শিক্ষাবর্ষের তাহমিদ জামান নাভিদ এবং ভূ-তত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের ২০১৭-১৮ইং শিক্ষাবর্ষের আল সামাদ শান্ত।

এছাড়া ঘটনার তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

এর আগে শের-ই বাংলা হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ২৬ ফেব্রুয়ারী একটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। ৩ সদস্যের ওই কমিটির ৫ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেয়ার কথা। ওই কমিটির আহ্বায়ক শের-ই বাংলা হলের আবাসিক শিক্ষক ইয়াসিফ আহমদ ফয়সাল, একই হলের আবাসিক শিক্ষক সদস্য মো. সোহেল রানা এবং আবাসিক শিক্ষক সাইফুল ইসলাম।

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে শের-ই বাংলা হলের ৪০১৬ নম্বর কক্ষের আবাসিক ছাত্র মো. শাহজালালকে তার কক্ষ থেকে ডেকে ১০০১ নম্বর কক্ষে নেয়া হয়। সেখানে হাত-পা ও মুখ বেঁধে নির্যাতনের অভিযোগ করেন শাহজালাল।

একই দিন বিকেলে ৫ শিক্ষার্থীকে কুপিয়ে আহত করা হয়। তারা শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন করে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরী বৈঠক করে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার ও ঘটনা তদন্তে কমিটি গঠন করেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত