ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বিশেষ হেল্প লাইন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৪ জুন ২০২০, ১১:৫০  
আপডেট :
 ০৪ জুন ২০২০, ১১:৫৫

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বিশেষ হেল্প লাইন

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য এবার চালু করা হচ্ছে বিশেষ হেল্প লাইন নম্বর-৩৩৩৬। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ জানান, এ করোনা সংকটের মধ্যেও অনেক শিক্ষার্থী অনলাইন পাঠ নিতে পারছে না। তাদের জন্য এটি সহায়ক ভূমিকা রাখবে।

জানা গেছে, সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সম্মিলিত উদ্যোগে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

এটুআইয়ের শিক্ষক বাতায়নে থাকা শিক্ষকরা এতে যুক্ত থাকবেন।

ফসিউল্লাহ বলেন, এটির মাধ্যমে একজন শিক্ষার্থী তার অজানা বিষয়টি প্রশ্ন করে জেনে নিতে পারবে। এটি অনেকটা কোচিংয়ের বিকল্প হিসেবে কাজ করবে। আমরা চলতি মাসেই এটি চালু করতে পারবো বলে আশা করছি। চালু হলে করোনা পরবর্তীতেও এ সেবা চলতে থাকবে।

জানা যায়, যে কোনো মোবাইল ফোন অপারেটর থেকে এ নম্বরে ডায়াল করলে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে তার নিজ শ্রেণির পাঠদান পরামর্শ পাবে। ৫ মিনিট পর্যন্ত কলটি হবে টোল ফ্রি। সারাদেশের প্রাথমিক শিক্ষক ও শিক্ষার্থীরা এ হেল্প লাইন নম্বরে যুক্ত থাকবেন।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত