প্রকাশ : ৩০ নভেম্বর ২০২০, ১৭:১৩
ইসলাম শিক্ষা বাদ দেয়ার খবরটি গুজব
সম্প্রতি দেশের গণমাধ্যমে মাধ্যমিক থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়ার একটি ভুয়া খবর প্রকাশিত হয়েছে। তবে সেই খবরটি মিথ্যা বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
|আরো খবর
সোমবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দৈনিক ইনকিলাব পত্রিকায় ২৯ নভেম্বর ‘শিক্ষামন্ত্রীর বক্তব্য দেশের মুসলিম জাতিসত্তার জন্য অশনিসংকেত’ শিরোনামে প্রকাশিত সংবাদে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সম্মেলনে ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. ঈশা শাহেদী শিক্ষামন্ত্রী মহোদয়ের বরাত দিয়ে দাবি করেছেন মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষাকে বাদ দেয়া হবে, যা ভিত্তিহীন ও গুজব।’
‘বস্তুতপক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ কখনই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়া হবে মর্মে মন্তব্য করেননি।’
এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বাংলাদেশ জার্নাল/এনএইচ