ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিয়ে ইউজিসি ২ গবেষণা গ্রন্থ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২০, ১৭:৪১

মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিয়ে ইউজিসি ২ গবেষণা গ্রন্থ
ছবি: নিজস্ব

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সাক্ষাৎকারভিত্তিক ও গবেষণামূলক দু’টি গ্রন্থ প্রকাশ করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

সোমবার ইউজিসিতে অনুষ্ঠিত ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও মুজিব জন্মশতবার্ষিকী পালন কমিটি’র এক সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

কমিটির আহ্বায়ক এবং ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. মো. আবু তাহের এবং ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও মুজিব জন্মশতবার্ষিকী পালন কমিটি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ‘বঙ্গবন্ধুর উচ্চশিক্ষা ভাবনা’ ও ‘তারুণ্যের ভাবনায় বঙ্গবন্ধু’ শীর্ষক দুটি গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। এসব গ্রন্থের অনলাইন আর্কাইভিং ও সোশ্যাল মিডিয়া কনটেন্ট প্রস্তুত করা হবে।

এছাড়া, ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের অগ্রগতি নিয়ে সভায় আলোচনা হয়।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত