ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

অভিন্ন ভর্তি নীতিমালা চায় সব টিটি কলেজ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২০, ২০:৫১

অভিন্ন ভর্তি নীতিমালা চায় সব টিটি কলেজ
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে সুষ্ঠু নীতিমালার দাবি করেছে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি। একই সঙ্গে সরকারি ও বেসরকারি টিটি কলেজের বিএড ভর্তির ক্ষেত্রে অভিন্ন নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষকদের স্নাতকে ৩য় বিভাগ থাকার জন্য তারাও এ বছর বিএড কোর্সে ভর্তি হতে পারবেন না। করোনার কারণে এমনিতেই কলেজগুলো নানা সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে। প্রতিবছর জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির নীতিমালা পরিবর্তন হওয়ার কারণে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলো ভর্তি বিড়ম্বনায় পড়তে হয়। দিন দিন শিক্ষার্থীশূন্য হয়ে কলেজগুলো চরম আর্থিক সংকটে পড়ছে।

সমিতির সভাপতি অধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ নজরুল ইসলাম খান বলেন, ‘২৫ বছর ধরে সব ধরনের মান বজায় রেখে আমরা শিক্ষা দিয়ে আসছি। সরকারি কলেজে বিএড করতে হবে, এমন শর্ত আমাদের বেসরকারি কলেজের জন্য খুবই আশঙ্কার। এতে শিক্ষার্থী সংকটে পড়তে হচ্ছে। সরকারকে বিষয়টি বিবেচনায় নেয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি সুষ্ঠু নীতিমাল প্রণয়নেরও দাবি করছি।’

জানা গেছে, গত দুই যুগ ধরে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলো মাধ্যমিক স্তরের শিক্ষকদের বিএড প্রশিক্ষণ দিয়ে আসছে। শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় হতে ২ বছর মেয়াদি স্নাতক পাস অথবা ৩ বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ ভর্তির সুযোগ পেতেন। জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণদের মূল মাইগ্রেশন প্রয়োজন ছিল না। কিন্তু ২০২১ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত শিক্ষকরা বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন না। ভর্তির যোগ্যতা ৩ বছর মেয়াদি স্নাতক পাস অথবা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণদের মূল মাইগ্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও স্নাতক (পাস), স্নাতক (সম্মান) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে নূন্যতম ২.২৫ পেতে হবে।

একে/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত