ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

বুধবার ফের বিক্ষোভ করবে সাত কলেজের শিক্ষার্থীরা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০১:২২  
আপডেট :
 ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩১

বুধবার ফের বিক্ষোভ করবে সাত কলেজের শিক্ষার্থীরা
সাত কলেজের পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেত মোড়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা

বিভিন্ন বর্ষের পরীক্ষা গ্রহণের দাবিতে বুধবার সকাল ৯টায় ফের নীলক্ষেত মোড় অবরোধের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। এমন ঘোষণা দিয়ে তারা রাত ১০টার পর আজকের মতো কর্মসূচি স্থগিত করেছেন।

সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষে ইডেন কলেজের শিক্ষার্থী শাহিনুর সুমি ও ঢাকা কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম এই ঘোষণা দেন।

তারা বলেন, ‘অবিলম্বে চলমান পরীক্ষার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে পরীক্ষা নিতে হবে। মার্চের প্রথম সপ্তাহে হল ও ক্যাম্পাস খুলে দিতে হবে। এছাড়া আগামীকালের পরীক্ষা পরবর্তীতে নিতে হবে এবং পরের পরীক্ষাগুলো পূর্বের রুটিন অনুযায়ী নিতে হবে।’

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মঙ্গলবার নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সন্ধ্যায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানাজানি হওয়ার পরই তারা নীলক্ষেত অবরোধ করেন।

সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধের কারণে নিউমার্কেট থেকে আজিমপুরগামী সড়কের যানবাহন চলাচল বন্ধ ছিল। রাত ১০টার পর শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিলে এই সড়কে যান চলাচল শুরু হয়।

এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন- সাত কলেজের সব পরীক্ষা স্থগিত

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেত মোড়ে বিক্ষোভ

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত