ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

জবিতে ভর্তির নবম মেধাতালিকা প্রকাশ

  জবি প্রতিনিধি

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:২৯

জবিতে ভর্তির নবম মেধাতালিকা প্রকাশ
ছবি- প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির জন্য নবম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য তিনটি ইউনিটে মোট ২৯৫টি ফাঁকা আসনে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের জন্য মনোনীত হয়েছেন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর মেধাতালিকার তথ্যটি নিশ্চিত করেন।

জানা যায়, নবম মেধাতালিকায় বিজ্ঞান (এ) ইউনিটে ২২৪জন, মানবিক (বি) ইউনিটে ৩৭জন এবং বাণিজ্য (সি) ইউনিটে ৩৪জন শিক্ষার্থী বিষয় মনোনয়ন পেয়েছেন। একই সাথে বিজ্ঞান (এ), মানবিক (বি) ও বাণিজ্য (সি) ইউনিটে নবম মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩টি ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৭৬৫টি। আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তীতে দশম মেধাতালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীরা নগদ, রকেট কিংবা শিউর ক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভর্তি ফি জমা দিতে পারবেন। ভর্তির যাবতীয় বিষয়াবলি http://admission.jnu.ac.bd/adn2021 এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ জার্নাল/এএম

  • সর্বশেষ
  • পঠিত