ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

চলতি মাসের শেষ দিকে ১৫তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি

চলতি মাসের শেষ দিকে ১৫তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি আগামী মে মাসের শেষের দিকে প্রকাশ হতে পারে। গত ২৩ এপ্রিল ১৪তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় ১৯ হাজার ৮৬৩ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় পাস করেছেন। এনটিআরসিএ কর্তৃপক্ষ জানায়, খুব অল্প সময়ের মধ্যে ১৪তম ভাইবা শুরু হবে। ইতোমধ্যেই চূড়ান্ত হেয়েছে ১৫তম নিবন্ধনের সকল প্রস্তুতি।

কিছুদিন আগে এনটিআরসির সদস্য মো. হুমায়ন কবির জানিয়েছিলেন, ১৫তম নিবন্ধন পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। ইতোমধ্যে আমরা পরীক্ষার বিজ্ঞপ্তি তৈরি করেছি।

তিনি আরো জানান, সম্প্রতি আদালতের একটি নির্দেশনা অনুযায়ী যোগদানের বসয়সীমা উল্লেখ করতে বলা হয়। এ কারণে ১৫তম নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের আগে বয়সের বিষয়ে সিদ্ধান্ত নিতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। চলতি মাসের শেষের দিকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। এর দুই মাস পরে প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করা হবে।

  • সর্বশেষ
  • পঠিত