ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

ফের কোটা আন্দোলনকারীদের ওপর চড়াও ছাত্রলীগ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০১৮, ১২:৪৯  
আপডেট :
 ১৫ জুলাই ২০১৮, ১৩:০৯

ফের কোটা আন্দোলনকারীদের ওপর চড়াও ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মুখোমুখি অবস্থান নিয়েছে কোটা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ। এ নিয়ে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সেখানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কয়েকজন শিক্ষকও অংশগ্রহণ করেছেন। ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক তানজীম উদ্দিন খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল এগারোটার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কোটা আন্দোলনকারীরা শহিদ মিনারের পাশে মানববন্ধন শুরু করলে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তানভীর সৈকতের নেতৃত্বে ঘিরে ফেলে ছাত্রলীগের কর্মীরা। পরে শিক্ষকরা কর্মসূচিতে সংহতি জানাতে এলে ছাত্রলীগও একপাশে অবস্থান নেয়।

তবে ছাত্রলীগের কর্মীরা সেসময় শিক্ষকদের উদ্দেশ্যে উস্কানিমূলক স্লোগান ও বক্তৃতা দিচ্ছিলেন। এর কিছুক্ষণ পর শিক্ষক-শিক্ষার্থীরা মিছিল নিয়ে সরে আসতে চাইলে তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত