ঢাকা, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

ফের পেছালো এমপিও কমিটির সভা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৫  
আপডেট :
 ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৮

ফের পেছালো এমপিও কমিটির সভা

ফের পেছালো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিও কমিটির সভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর (সোমবার) সকাল সাড়ে ১০টায় সভা অনুষ্ঠিত হবে। গত বুধবার (১৯ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

প্রথম দফায় গত ১৯ সেপ্টেম্বর এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু রংপুর ও রাজশাহী অঞ্চলের এমপিও আবেদন প্রক্রিয়া শেষ না হওয়ায় তা ২০ সেপ্টেম্বর করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর খবর আসে, এদিন অতি জরুরি এক সভা অনুষ্ঠিত হবে। সেখানে দুই মন্ত্রী ও দুই সচিবসহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকও উপস্থিত থাকবেন। ফলে আবারও সভার তারিখ পরিবর্তিন করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো: মাহাবুবুর রহমানের সভাপতিত্বে আগামী সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হবে।

এতে এমপিওর আওতাভুক্ত শূন্যপদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড, বিএড/কামিল স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত