ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

নোবিপ্রবিতে প্রতি আসনে লড়বে ৫৩ জন

  নোবিপ্রোবি প্রতিনিধি

প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৮, ১০:২৫

নোবিপ্রবিতে প্রতি আসনে লড়বে ৫৩ জন

আসন্ন ২০১৮-১৯ শিক্ষাবর্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৫৩ জন ভর্তিচ্ছুক।

এ বছর ৬টি ইউনিটের মোট ১৩৪০টি আসনের বিপরীতে ৭০২৯৮টি আবেদন জমা পড়েছে। ‘এ’ ইউনিটে ২৩৯৩২, ‘বি’ ইউনিটে ২০৯৯৬, ‘সি’ ইউনিটে ৬০৭৬, ‘ডি’ ইউনিটে ১২৭৪১, ‘ই’ ইউনিটে ৩২৩৭ ও ‘এফ’ ইউনিটে ৩৩১৬ জন শিক্ষার্থী আবেদন করেছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ডিরেক্টর মোহাম্মদ নুরুজ্জামান ভুঁইয়ার সাথে কথা বলে আবেদনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এদিকে এবার সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে ‘এ’ ইউনিটে। ‘এ’ ইউনিটে ৩১০ আসনের বিপরীতে গড়ে আবেদন করেছে প্রায় ৭৭ জন করে শিক্ষার্থী। এছাড়াও ‘বি’ ইউনিটের ৩১০ আসনের বিপরীতে গড়ে আবেদন করেছে প্রায় ৬৮ জন। ‘সি’ ইউনিটের ৯০ আসনের বিপরীতে গড়ে প্রায় ৬৮ জন। ‘ডি’ ইউনিটের ৬৩০ আসনের বিপরীতে গড়ে প্রায় ২০ জন আবেদন করেছে। ‘ই’ ইউনিটের ৪৯০ আসনের বিপরীতে গড়ে প্রায় ৭ জন। ‘এফ’ ইউনিটের ১৪০ আসনের বিপরীতে গড়ে প্রায় ২৪ জন আবেদন করেছে।

এছাড়াও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ১৭ অক্টোবর বিকাল ৫টা থেকে ২২ অক্টোবর ২০১৮ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের (https://nstu.admission.online) মাধ্যমে ডাউনলোড করা যাবে।

মোট ছয় ইউনিটে ২৮টি ডিপার্টমেন্ট ও ২টি অনুষদের ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নিচে দেয়া হল-

‘এ’ ইউনিট: ২৬ অক্টোবর ২০১৮, সকাল ১০.৩০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত।

‘বি’ ইউনিট: ২৬ অক্টোবর ২০১৮, বিকেল ৩.০০ টা থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত।

‘সি’ ইউনিট: ২৭ অক্টোবর ২০১৮, সকাল ১০.৩০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত।

‘ডি’ ইউনিট: ২৭ অক্টোবর ২০১৮, বিকেল ৩.০০ টা থেকে বিকেল ৪.০০ টা পর্যন্ত।

‘ই’ ইউনিট: ২৮ অক্টোবর ২০১৮, সকাল ১০.৩০ টা থেকে দুপুর ১১.৩০ টা পর্যন্ত।

‘এফ’ ইউনিট: ২৮ অক্টোবর ২০১৮, বিকেল ৩.০০ টা থেকে বিকেল ৪.০০ টা পর্যন্ত।

ওয়াইএ/

  • সর্বশেষ
  • পঠিত