ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

ডাকসু নির্বাচন:‘স্বতন্ত্র জোট’র আত্মপ্রকাশ

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৯

ডাকসু নির্বাচন:‘স্বতন্ত্র জোট’র আত্মপ্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সামনে রেখে ‘স্বতন্ত্র জোট’র আত্মপ্রকাশ ঘটেছে।

সোমবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের আত্মপ্রকাশ ঘটে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী অরণি সেমন্তি খান।

অরণি বলেন, ডাকসু নির্বাচনে আমরা সাধারণ শিক্ষার্থীরা ‘স্বতন্ত্র জোট’ হিসেবে আত্মপ্রকাশ করছি এবং একটি পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করছি। আমরা শুনেছি, হল ও বিভাগগুলোতে নির্দলীয় সাধারণ ছাত্র বিভিন্ন পদে ডাকসু নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণের পরিকল্পনা করছে। অধিকাংশ ক্ষেত্রেই এই খবর তারা গোপন রাখার চেষ্টা করছে। যৌক্তিক কারণেই তারা ভয় পাচ্ছে যে, একবার ছাত্রলীগের কানে এই খবর গেলে তাদেরকে ভয়াবহ নির্মম অত্যাচারের শিকার হতে হবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা তাদেরকে আমাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, পৃথকভাবে অবস্থান নিলে হয়তো সহজেই হুমকি-ধমকি দিয়ে বা নির্যাতনের মাধ্যমে আমাদেরকে নিষ্ক্রিয় করে দেয়া সম্ভব হবে। কিন্তু আমরা যদি সাহস, মেধা আর দক্ষতা নিয়ে ঐক্যবদ্ধ হতে পারি তাহলে কোনো শক্তিই আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমাদের হারানোর নেই তেমন কিছুই, কিন্তু পাওয়ার আছে একটি মুক্ত ও স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

অরণী বলেন, ইতোমধ্যেই বিচার-বিভাগের চাপে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচনের তোড়জোড় শুরু করেছে। আমরা সিদ্ধান্ত নিই যে প্রথাগত সাংগঠনিক কাঠামোর বাইরে গিয়ে আমাদেরকে অন্য ছাত্রদের সঙ্গে আলাপ করতে হবে। এই বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই আমরা ‘চায়ের কাপে ডাকসু’ আয়োজন করি। ডাকসু নিয়ে আলাপ করতে গিয়ে আমরা আরও অনেক সহপাঠীর সঙ্গে পরিচিত হই, যারা আমাদের মতোই বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কাঠামো নিয়ে নাখোশ এবং এর পরিবর্তন ঘটানোর জন্য কাজ করতে রাজি।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত