ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে ডিপিই’র বিশেষ নির্দেশনা

প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে ডিপিই’র বিশেষ নির্দেশনা

আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ওই দিবসটিতে প্রাথমিক শিক্ষকদের স্কুলে উপস্থিতি বাধ্যতামূলক। এ বিষয়ে প্রাথমিক শিক্ষকদের একটি বার্তাও দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

এতে বলা হয়েছে, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর 88তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০১৯ পালন উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার কার্যবিবরণীর ক্রমিক নং-২ এর সিদ্ধান্ত মোতাবেক দিবসটি যথাযোগণ মর্ধাদায় পালনের জন্য আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ জাতীয়ভাবে নির্ধারিত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে সকল কর্মকর্তা ও কর্মচারী জাতীয় শোক দিবসে গৃহীত সকল কর্মসূচিতে আবশ্যিকভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে বিভাগ/শাখা/দপ্তর প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

  • সর্বশেষ
  • পঠিত